প্রকাশিত: Wed, Jul 19, 2023 9:40 PM
আপডেট: Tue, Jan 27, 2026 11:43 PM

[১]কানাডার ভিসা না পাওয়ার খবরটি ভুল: ঢাবি ভিসি

মাজহারুল মিচেল: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান আমাদের নতুন সময়কে বুধবার দুপুরে এ কথা বলেন।

[৩] তিনি বলেন, বিলম্বে আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে। প্রোগ্রামে অংশ নিতে পারবেন না বলে তিনি কানাডা সফর বাতিল করেছেন। কিছু দুষ্টু লোক এটাকে ভিন্নভাবে প্রচার করতে চাইছে। ভিসা পেতে অনেকের দুই থেকে তিন মাস সময় লাগে। 

[৪] তার প্রটোকল অফিসার তানভির আহমেদ জানান, এ বিষয়টি খুবই সাধারণ ব্যাপার। বিশ^বিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা বিদেশে যেতে চাইলে তাকে অনেক ছাড়পত্রের প্রয়োজন হয়। অনেক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এগুলো করতে আমাদের একটু সময় লেগে যায়।

[৫] প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রোগ্রামে যোগ দিতে গত ১৫ই জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন তিনি। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি ভিসি। 

[৬] এদিকে ১৬ জুলাই কানাডাতে তার অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণে বাধ্য হয়েই আয়োজকরা তার জন্য অনলাইনে যুক্ত হওয়ার ব্যাবস্থা করে দেন বলে তিনি জানান।

[৭] ভিসি কানাডার ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলছে। কারণ পদাধিকার বলে ঢাবি ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। সম্পাদনা: সালেহ্ বিপ্লব